বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

বিনোদন | ভাদুড়ী মশাইয়ের কাঞ্চন–লাভ

পরমা দাশগুপ্ত | | Editor: শ্যামশ্রী সাহা ০৮ নভেম্বর ২০২৪ ১৯ : ৫৩Snigdha Dey


‌নতুন কেস নিয়ে পর্দায় হাজির নীরেন ভাদুড়ী। কেমন হল ‘নিকষ ছায়া’? সিরিজ দেখে লিখছেন পরমা দাশগুপ্ত

রাজায় রাজায় যুদ্ধ হলে উলুখাগড়ার প্রাণ যায়। 

কিন্তু তান্ত্রিকে তান্ত্রিকে যুদ্ধ হলে? 

তারই কাহিনি নিয়ে পর্দায় ফিরে এলেন তন্ত্র ও প্রেত বিশারদ নীরেন ভাদুড়ী। ভূতচতুর্দশীতে হইচই-এ মুক্তি পাওয়া এই গা ছমছমে সিরিজে ভাদুড়ী মশাইয়ের (চিরঞ্জিত চক্রবর্তী) সঙ্গে রয়েছেন গৌরব চক্রবর্তী, অনিন্দিতা বসু, অনুজয় চট্টোপাধ্যায়, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়-সহ অন্যরা। এবং রয়েছেন কাঞ্চন মল্লিক। পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় এই সিরিজের কাহিনিকার সৌভিক চক্রবর্তী। 

 

 

এর আগে ‘পর্ণশবরীর শাপ’-এ প্রথম পর্দায় এসেছিলেন নীরেন ভাদুড়ী (চিরঞ্জিৎ)। উত্তরবঙ্গের জঙ্গলে ছুটি কাটাতে গিয়ে প্রেতের কবলে পড়া মিতুলকে (সুরঙ্গনা) উদ্ধার করতে ডাক পড়েছিল তাঁর। এবারের কাহিনি নীল-সবুজের রহস্যে মোড়া জংলা পরিবেশ পেরিয়ে উঠে এসেছে শহরতলিতে। কখনও মর্গ থেকে, কখনও বা শববাহী গাড়ি থেকে উধাও হয়ে যাচ্ছে মৃতদেহ।

 

ক্ষতবিক্ষত গাড়িচালক কিংবা বেঁহুশ হয়ে পড়া মর্গ-কর্মী সামলে উঠে জানাচ্ছেন, মৃতদেহ নিয়ে গিয়েছে এক অদ্ভুতদর্শন পিশাচ। তার উচ্চতা কম, কান নেই, দাঁত নেই, এমনকী চামড়াও নেই। এমনকী, মৃতদেহ খুবলে খেতেও নাকি দেখা গিয়েছে তাকে! পুলিশ অফিসার অমিয় (গৌরব) কিংবা ডাক্তার তিতাস (অনিন্দিতা) বোঝে, এ কোনও মানুষ নয়। দশ বছর আগে তাদেরই বন্ধুর বলা এক পিশাচের কাহিনির সঙ্গে যে এর অক্ষরে অক্ষরে মিল! ডাক পড়ে নীরেন ভাদুড়ীর। তিনি টের পান, এর নেপথ্যে রয়েছে কোনও তান্ত্রিকের শবসাধনা। ইতিমধ্যেই নিখোঁজ হয়ে যায় এক পুলিশকর্মীর কলেজপড়ুয়া মেয়ে বন্যা। কোথায় গেল সে? কী হবে তারপর? উত্তর দেবে সিরিজ। 

 

 

ছোটবেলার ট্রমার জেরে মানসিক সমস্যা, লোভের জেরে কুপথে পা বাড়ানো, শুভ-অশুভের লড়াই- এমন ভীষণ বাস্তব কিছু সমস্যার কথা সিরিজে তুলে এনেছেন পরমব্রত। কিন্তু অঘোরি তান্ত্রিকদের কীর্তিকলাপকে পর্দায় তুলে আনতে যে যত্ন বা যে বিশ্বাসযোগ্যতা তৈরি করা জরুরি ছিল, সে জায়গায় যেন খানিকটা কমজোরিই লাগে এই গল্প বা তার নির্মাণ। 

 

ভাদুড়ী মশাই একেক বার প্রেতের উপস্থিতি টের পান। চারপাশ ঘিরে ফেলে লাল আলো। ব্যাকগ্রাউন্ডে বাজে ‘হি হা হা’ জাতীয় কোনও স্বর কিংবা তন্ত্রমন্ত্র। অন্যরা যখন ভূতপ্রেতের দেখা পায়, তারা আসে হরর ঘরানার চেনা জাম্প স্কেয়ারে। তাতে খানিক গা ছমছম করে ঠিকই। তবে প্রেত-পিশাচদের চেহারা দেখে ভয়ের বদলে গা ঘিনঘিনে অনুভূতিই যে বেশি! বাংলা প্রযোজনার বাজেট বা গ্রাফিক্স-সহ প্রযুক্তির নিরিখে অনেকটাই চেষ্টা করেছেন পরমব্রত ও তাঁর দল। তবে আরও খানিকটা ভয়ের সুযোগ থাকলে মন্দ হত না। বিশেষত যেখানে ওটিটি-র দর্শক এখন এই ঘরানায় রীতিমতো ভাল কাজ দেখতে অভ্যস্ত। শুধু বিদেশি প্রযোজনায় নয়, হিন্দি বা দক্ষিণী ছবি-সিরিজেও। 

 

অভিনয়ে চিরঞ্জিৎ, গৌরব কিংবা অন্য পুলিশকর্মীর চরিত্রে দেবপ্রসাদ হালদারকে ভাল লাগে যথারীতি। মিতুল বা তিতাসের ভূমিকায় সুরঙ্গনা বা অনিন্দিতার ভয়-উদ্বেগ আর ছুটোছুটি ছাড়া তেমন কিছু করার সুযোগ হয়নি। তবে মানসিক সমস্যায় বিধ্বস্ত সঞ্জয়কে ফুটিয়ে তুলতে প্রাণ ঢেলে অভিনয় করেছেন অনুজয়। গোটা সিরিজে তাই প্রতিটা ফ্রেমে আলাদা করে চোখ টানেন তিনি। 

 

এই সিরিজে অবশ্য চমকে দিয়েছেন এক জনই। কাঞ্চন মল্লিক। আদ্যোপান্ত কমেডি অভিনেতা যে কোন জাদুবলে অঘোরি তান্ত্রিকের নিষ্ঠুরতা, নৃশংসতাকে, গা শিরশিরিয়ে দেওয়া চাহনিকে এমন জীবন্ত করে তুললেন!


#Nikosh Chaya#Hoichoi#Web series#Bengali series#Series review#Entertainment news



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

প্রকাশ্যে 'সিকন্দর'-এর পোস্টার, এরপরেই জন্মদিনে ভক্তদের জন্য কোন বড় ঘোষণা করলেন সলমন?...

জুটি বেঁধে বড়পর্দায় আসছেন জুনেইদ-খুশি, ছবির নাম শুনলে চমকে উঠবেন!...

পুলিশ অফিসারের চরিত্রে পর্দা কাঁপাবেন জন আব্রাহাম! টিনসেল টাউনের কোন গোপন সত্যি ফুটে উঠবে গল্পে?...

'আমার যথেষ্ট রুচিবোধ রয়েছে'-দুবাইয়ে বিকিনি পরে কটাক্ষের মুখে দেবচন্দ্রিমা! জবাবে আর কী বললেন অভিনেত্রী?...

নতুন বছরেই সিদ্ধার্থ-কিয়ারার ঘরে আসছে নতুন সদস্য? জুটির ছবি সামনে আসতেই তোলপাড় নেটপাড়া ...

কেরিয়ারে চরম দুরবস্থাতেও 'ওম শান্তি ওম'-এ শাহরুখের সঙ্গে অভিনয়ের প্রস্তাব ফিরিয়েছিলেন বিবেক! কিন্তু কেন? ...

আজ পর্যন্ত কোনওদিন এটিএম মেশিন থেকে কেন টাকা তোলেননি? অজানা কথা ফাঁস করলেন অমিতাভ ...

অস্কার দৌড়ে অন্তিম পর্যায়ে সামিল প্রিয়াঙ্কা সরকারের ছবি 'দ্য জেব্রাজ'...

খাবারের পদ থেকে অমিতাভের ছবি! 'বেবি জন'-এর সঙ্গে কী কী তুলনা করলেন বরুণ?...

Exclusive : 'খাদান'-এর সাফল্যের মাঝেই জন্মদিন দেবের, 'বার্থডে বয়'কে শুভেচ্ছা জানিয়ে কী বললেন ইধিকা...

প্রেম ভাঙার পর কী করা উচিত এবং কোনটা করা ঠিক নয়? ব্যক্তিগত অভিজ্ঞতার ঝাঁপি উপুড় করে পরামর্শ বিবেকের ...

মাঝরাতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড শান-এর আবাসনে! কেমন আছেন গায়ক?...

বড়পর্দায় উঠে আসবে যুবরাজ সিং-এর ছয় ছক্কার গল্প, ব্যাট হাতে সিলভার স্ক্রিনে দেখা যাবে কোন বলি তারকাকে?...

শুরু হল ‘বর্ডার ২’-এর শুটিং, ছবি প্রকাশ্যে আসতেই হইচই শুরু সমাজমাধ্যমে ...

সহ-অভিনেত্রীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক! আচমকাই নায়িকাদের অস্বস্তিতে ফেলেন বরুণ? ভয়ঙ্কর অভিযোগের কী সাফাই দিলেন 'বেবি ...



সোশ্যাল মিডিয়া



11 24